পরিবেশ দূষণে নতুন হুমকিতে মরুভল্লুক

জলবায়ু পরিবর্তনের কারণে এমনিতেই হুমকিতে আছে মরুভল্লুক।`ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার’-আইইউসিএন
ক্যাটাগরি অনুযায়ী বিপন্নতার মাত্রা থেকে মাত্র একধাপ দুরে দাঁড়িয়ে আছে প্রজাতিটি।

মরুভল্লুকের জন্য এবার মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে প্লাস্টিক দূষণ। যার ফলে নতুন করে হুমকিতে
পড়েছে গ্রীনল্যান্ডের মরুভল্লুক।

গবেষকরা বলছেন, প্লাস্টিক বোতল, ব্যাগ ও বিভিন্ন খাদ্যের প্যাকেট সাগরে ভাসতে ভাসতে
একসময় জমা হচ্ছে গ্রীনল্যাণ্ডে। এগুলোর কারণে ব্যাপকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। যার প্রভাব
পড়ছে মরুভল্লুকের স্বাস্থ্যে।

গবেষকদের ধারণা সাগর দূষণের ব্যাপারে দ্রুত ব্যবস্থা না নিলে দ্রুতেই বিপন্ন হতে পারে
মরুভল্লুকের প্রজাতি।

দূষণপ্লাস্টিক