পঞ্চাশ বছর পর আলোচনার টেবিলে কিউবা-যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং
কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজের সাথে বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যে উচ্চ
পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে এ  বৈঠকটি গত
পঞ্চাশ বছরে প্রথম।

পানামায় আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠানে যোগ
দিতে গিয়ে নিরালায় এই বৈঠক করেন তারা। সেখানে কি বিষয়ে কথা হয় তা জানা জায়নি। তবে
এটাকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন মনে করা হচ্ছে।

এরই মধ্যে মার্কিন পররাষ্ট্র
মন্ত্রনালয় কিউবাকে ‘সন্ত্রাসে সহায়তা দানকারী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিয়ে
দিয়েছে।

এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক
ওবামা এবং কিউবা প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর মধ্যে বৈঠকের কথা রয়েছে।

এসকল পদক্ষেপ দু’দেশের মধ্যে কুটনৈতিক
সম্পর্ক পূনরায় চালু হবারই ইঙ্গিত দিচ্ছে।

উল্লেখ্য, এই দুই দেশের মধ্যে সর্বশেষ
উচ্চ পর্যায়ের বৈঠক হয় ১৯৫৯ সালে তৎকালীন নেতা ফিদেল কাস্ত্রো এবং মার্কিন ভাইস
প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের মধ্যে।

 

আমেরিকা কিউবা