নোয়াখালীতে ছাত্র-পুলিশের সংঘর্ষে আহত ২০

নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীতে আন্দোলনরত মেডিকেল এ্যাসিস্টেন্ট স্কুলের (ম্যাটস্) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশ ও ম্যাটসের ১৭ শিক্ষার্থী আহত হন। আহত শিক্ষার্থীদের মধ্যে ৮ জনকে নোয়াখালী জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ১১ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

নোয়াখালী জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ম্যাটস্ শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের গাড়ি আটকে রাখে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদেরকে চলে যেতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা পুলিশের একটি পিকআপ ভ্যান সহ সড়কে কয়েকটি অটোরিকশা ও পৌর পার্কের বাতি ভাংচুর করে।

এক পর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে অতিরিক্তি পুলিশ সুপারের দেহরক্ষী, গাড়ির চালক ও এক এস আই সহ ১৭ শিক্ষার্থী আহত হন। পুলিশের লাঠিচার্জে অন্তত ১৭ শিক্ষার্থী আহত হয় এবং ৩০ জন ছাত্র-ছাত্রীর কোন খোঁজ মিলছে না বলে দাবি করে ম্যাসট্ শিক্ষার্থীরা।

উচ্চ শিক্ষার সুযোগ প্রদান, সরকারি কমিউনিটি ক্লিনিক ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে কাজ করার সুযোগ দেয়াসহ চার দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীরা গত কয়েকদিন থেকে আন্দোলন চালিয়ে আসছে।

নোয়াখালিসংঘর্ষ