নেপালে আজও ভূমিকম্প

নেপালে আজ শনিবার আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান ইউএসজিএস জানিয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিলো পাঁচ।ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালের পোখারা থেকে ৮০ কিলোমিটার পূর্বে লামজুমে।

গত ২৫ এপ্রিল (শনিবার) দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ২৬ এবং ২৭ এপ্রিলও সেখানে কয়েক দফা ভূমিকম্প হয়।

নেপালে ২৫ এপ্রিলের ভূমিকম্পে সাড়ে ছয় হাজারের বেশি মানুষ নিহত হয় এবং আহত হয় ১০ হাজারেরও বেশি।

জাতিসংঘ জানিয়েছে, ভয়াবহ ওই প্রাকৃতিক দুর্যোগে দেশটির ৭০ হাজারেরও বেশি বসতবাড়ি এখন ধ্বংসস্তূপ এবং প্রায় ৮ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে।

নেপালভূমিকম্প