নেইমার-বার্সা চুক্তি তবে হয়েই গেছে?

ব্রাজিলের ম্যাগাজিন স্পোর্তই সবার আগে জানিয়েছিল, তিন শর্তে নেইমারকে আবারও ফেরাতে পারে বার্সেলোনা। সেলেসাও তারকা নাকি তাতে রাজিও। সেই স্পোর্তই এবার জানাচ্ছে, সব শর্তে বোঝাপড়া হয়ে যাওয়ায় নেইমারকে পাঁচ বছরের চুক্তিতে দ্বিতীয়বারের মতো দলে ফেরাচ্ছে কাতালান জায়ান্টরা!

মঙ্গলবারের সংস্করণে নেইমার-বার্সার চুক্তির বিষয়টি বিশাল শিরোনামে প্রকাশ করেছে স্পোর্ত। ভেতরে আনুষঙ্গিক হিসেবে চারটি তথ্য জানিয়েছে পত্রিকাটি-

>পাঁচ বছরের জন্য নেইমার বার্সায় ফিরবেন। চুক্তি শেষ হতে হতে তার বয়স হয়ে যাবে ৩২!
>বেতনের পরিমাণ অনেক কমে যাবে নেইমারের।
>বার্সেলোনার বিরুদ্ধে দু’বছর আগের লয়্যালটি বোনাসের দাবি ত্যাগ করতে হচ্ছে ব্রাজিলিয়ান তারকাকে।
>একমাত্র প্ল্যান ‘বি’তে থাকছে রিয়াল মাদ্রিদের নাম। অর্থাৎ, আর কোনো উপায় না থাকলে তবেই হয়তো রিয়ালে যাবেন নেইমার।

দ্বিতীয়বারের মতো বার্সায় আসতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে ২৭ বছর বয়সী ফরোয়ার্ডকে। পিএসজিতে যে বেতন পাচ্ছেন, সেই ৩৬.৮ মিলিয়ন ইউরোর চেয়েও অনেক কম পাবেন বার্সায় এসে। নতুন মেয়াদে বার্সায় তার বেতন হবে ২৪ মিলিয়ন ইউরো।

স্পোর্তর সাংবাদিক আলবার্ট মাসনৌর দাবি, নেইমার বার্সায় ফিরতে এতটাই মরিয়া যে বেতন নিয়ে কোনো দর কষাকষিও করেননি। অথচ পিএসজিতে পাওয়া বেতন নেইমারকে বানিয়েছিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার।

তবে নেইমারকে পেতে পিএসজিকে কত দিচ্ছে বার্সা সেটা জানাতে ব্যর্থ স্পোর্ত। এই নেইমারের দামই ৩০০ মিলিয়ন ইউরো সাজিয়ে রেখেছিল পিএসজি। স্পোর্তর দাবি, কোন একজন দামি খেলোয়াড়কে অদল-বদল করে তবেই নেইমারকে পাচ্ছে বার্সা। সঙ্গে গুনতে হবে ১০০-১৫০ মিলিয়ন ইউরো। কিন্তু সেই দামি খেলোয়াড়টি কে? ফিলিপে কৌতিনহো নাকি উসমানে ডেম্বেলে? সে প্রশ্নের উত্তর আসেনি এখনও!

নেইমারবার্সেলোনালিড স্পোর্টস