নিলামে বিক্রি হলো ‘জেমস বন্ড’ শন কনারির পিস্তল

নিলামে বিক্রি করা হলো প্রয়াত ‘জেমস বন্ড’ তারকা শন কনারির ব্যবহৃত একটি পিস্তল। ২ লাখ ৫৬ হাজার ডলারে বিক্রি হয়েছে পিস্তলটি।

২ ডিসেম্বর, বৃহস্পতিবার বেভারলি হিলসে জুলিয়েন’স অকশন হাউস আয়োজিত নিলামে শন কনারি ব্যবহৃত ওই পিস্তলটি প্রত্যাশার চেয়ে বেশি দামে বিক্রি হয়। পিস্তলটি তার হাতে প্রথম দেখা যায় ১৯৬২ সালে মুক্তি পাওয়া ‘ডক্টর নো’ সিনেমায়।

একই নিলামে ‘‌টপ গান’ সিনেমায় টম ক্রুজের ব্যবহৃত একটি হেলমেট ১ লাখ ৮ হাজার ডলারে বিক্রি হয়। এছাড়া কোয়েন্টিন টারান্টিনোর ‘পাল্প ফিকশন’ সিনেমায় ব্রুস উইলের ব্যবহার করা একটি কাটানা (জাপানি তরবারি) বিক্রি করা হয় ৩৫ হাজার ২০০ ডলারে।

শন কনারি গত ৩১ অক্টোবর ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।

জেমস বন্ডনিলামপিস্তললিড বিনোদনশন কনারি