নির্বাচিত সংসদ সদস্যদের শপথ চ্যালেঞ্জের রিটের আদেশ বৃহস্পতিবার

একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল আদেশ দিবেন হাইকোর্ট।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বুধবার রিটের উপর শুনানি হয়। এরপর আদালত আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

গত সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি করেন।

এ রিটে দশম জাতীয় সংসদের ‘মেয়াদ শেষ হওয়ার আগেই’ একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

সংসদ সদস্যসেমি লিডহাইকোর্ট