নিজ বাড়িতে ‘ডাকাতের হাতে খুন’ আতিকউল্ল্যাহ

মহিউদ্দিন মুরাদ: লক্ষ্মীপুরে ডাকাতদের হামলায় আতিকউল্ল্যাহ (৮৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রাজধানী ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন।

মঙ্গলবার ভোরে পৌর শহরের ১৫ নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুরের করইতলা নামক স্থানে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আতিকউল্ল্যাহ একজন সমাজকর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। ঢাকার মহাখালী রেলগেইট কাঁচাবাজারে একাধিক আড়ৎ রয়েছে তার।

নিহতের পারিবারের সদস্যদের দাবি, এ সময় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় তিন লাখের বেশি টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়: রাত আনুমানিক তিনটার দিকে দরজা ভেঙে আতিকউল্ল্যাহর বাড়িতে মুখোশ পরা ৫ থেকে ৬ জনের ডাকাত দল প্রবেশ করে।

সে সময় বাড়িতে থাকা গৃহকর্তা আতিকউল্ল্যাহ, তার মেয়ে ও গৃহপরিচারিকাকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয় তারা।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডাকাতদের বাধা দেয়ায় আতিকুল্ল্যাহকে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাত দল। পরে স্থানীয়রা এসে আতিকউল্ল্যাহকে মৃত দেখতে পান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: ডাকাতির সময় গৃহকর্তা আতিকউল্ল্যাহ নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে মডেল থানা পুলিশ।

ডাকাতলক্ষ্মীপুরস্বর্ণালংকার লুটহত্যা