নিজেকে সাকিবের বিকল্প ভাবেন না তাইজুল

বিশ্বকাপের পরপরই শ্রীলঙ্কা সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। তার স্পিনশূন্যতার জায়গায় অনেকদিন বাদে ওয়ানডে দলে তাইজুল ইসলাম। রঙিন পোশাকে সাকিবের শূন্যস্থানটা তাইজুলের হাত দিয়ে কতটা পূরণ হবে সেটা সময়ই বলবে। তবে দলের সেরা তারকার অভাব পূরণ করার দায়িত্ব যে তার কাঁধে, সেটা সহজ সরল ভাবেই মেনে নিচ্ছেন এ বাঁহাতি স্পিনার।

শনিবার শ্রীলঙ্কা পৌঁছানোর পর রোববার প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রেমাদাসা স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছে টাইগাররা।

চোটজর্জর বাংলাদেশের জন্য এবারের লঙ্কা সফরটা বেশ চ্যালেঞ্জিংই হতে চলেছে। স্বাগতিকদের চ্যালেঞ্জটাও কম নয়। সেসব মাথায় রেখেই যে দল সর্বোচ্চটা দিতে পারবে তারাই জিতবে বলে মনে করেন তাইজুল, ‘শ্রীলঙ্কার থেকে আমাদের দল যে খারাপ সেটা কখনোই বলা যাবে না। বরং এখানে যারা ভালো খেলবে তাদের পক্ষেই ফলটা যাবে। ’

সাকিবের বিকল্প হিসেবে নিজের চ্যালেঞ্জটা কেমন হবে সেটা বোঝাতে তাইজুল বললেন, ‘সাকিব ভাইয়ের বিকল্প হিসেবে মোটেও আমার নাম আসে না। তিনি হলেন দুদিকেই সমান দক্ষ।’

‘সাকিব ভাই হলেন বিশ্বের সেরা খেলোয়াড়। আমি আমার মতো চেষ্টা করবো। যদি আমি ম্যাচ খেলি তাহলে আমার মতো করে চেষ্টা করবো।’

তাইজুল ইসলামবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেলিড স্পোর্টস