‘না থাকাটাও হয়ে ওঠে থাকার অনেক বড় স্বাক্ষর’

বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু। রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়ার পর ৯টা ৫৫ মি‌নিটে ডাক্তাররা তা‌কে মৃত ব‌লে ঘোষণা ক‌রেন। তার মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় টাইম লাইন জুড়ে শেয়ার হচ্ছে শোকবার্তা। চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও লিখেছেন কিংবদন্তি এই শিল্পী সম্পর্কে।

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘কখনো চলে গেলে টাইমলাইন জুড়ে টের পাওয়া যায় মানুষটা কতটা বেশী করে ছিল। কখনো কখনো তাই না থাকাটাও হয়ে ওঠে থাকার অনেক বড় স্বাক্ষর। মানুষ হয়তো তাই চলে যায়।’

তিনি আরও লিখেছেন,’আরিফ ভাইয়ের ম্যাসেজে ঘুম ভাঙ্গল। তারপর আধ ঘণ্টা চুপচাপ বসে আছি। স্মৃতি আর বর্তমানের ঢেউয়ে হতবিহবল। দূরদেশের হোটেলে বসে ফেসবুকের টাইমলাইন দেখে দেখে এই কথাগুলোই মনে হলো শুধু। আরো কত কত স্মৃতি আঁকড়ে ধরছে এবং আঁকড়ে ধরছে ভয়।’

আইয়ুব বাচ্চুমোস্তফা সরয়ার ফারুকী