নাসিরের সেঞ্চুরি

তিন ফিফটির পর সেঞ্চুরির দেখা পেলেন নাসির হোসেন। জাতীয় লিগে বগুড়ায় ঢাকা বিভাগের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে রংপুরের এ ব্যাটসম্যান অপরাজিত আছেন ১০৪ রানে।

জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছে রংপুর বিভাগ। দলটির লিড এখন ২১২ রানের।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ড্রয়ের দিকে যাওয়া প্রথম স্তরের ম্যাচটিতে প্রথম ইনিংসে রংপুর করে ২৩৪। নাসির করেন ৭০। জবাবে ২২২ রানে গুটিয়ে যায় ঢাকা।

তাতে ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা রংপুর ১১৩ রানে হারায় ৫ উইকেট। নাসির ও অধিনায়ক নাঈম ইসলামের অবিচ্ছিন্ন জুটি তাদের রেখেছে চালকের আসনে।

জুটিতে দুজনে তুলেছেন ৮৭ রান। নাঈম অপরাজিত আছেন ২৬ রানে। নাসির সেঞ্চুরি পূর্ণ করেন ২০০ বল খেলে। শেষ পর্যন্ত ২০৫ বলে ১১ চারে সাজান হার না মানা ইনিংসটি।

প্রথম শ্রেণির ক্রিকেটে নাসিরের এটি সপ্তম সেঞ্চুরি। সবশেষ সেঞ্চুরিটি করেছিলেন ২০১৭ সালের ডিসেম্বরে, জাতীয় লিগেই। বরিশালের বিপক্ষে খেলেছিলেন ২৯৫ রানের মহাকাব্যিক ইনিংস। মাত্র ৫ রানের জন্য করতে পারেননি ট্রিপল সেঞ্চুরির রেকর্ড।

জাতীয় ক্রিকেট লিগনাসিরলিড স্পোর্টস