করোনাভাইরাস: নারায়ণগঞ্জে সামাজিক সংক্রমণ বাড়ছে

নারায়ণগঞ্জে সামাজিক সংক্রমণ বেড়েই যাচ্ছে, বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৪১১ জন এবং মৃত্যু হয়েছে ৩০ জনের।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলাটিতে লকডাউন থাকার পরেও সড়কে, বাজারে ও অলিতেগলিতে জনসমাগম কমছে না। এদিকে কোন রোগী করোনায় আক্রান্ত হলে নমুনা সংগ্রহ করতে দুই থেকে তিনদিন সময় লাগছে। এবং ঢাকা থেকে রিপোর্ট আসতে আরও দুইদিন লাগছে।তাই করোনা রোগী শনাক্ত করতে পাঁচদিন লাগছে।

জানা গেছে, নারায়ণগঞ্জের আশেপাশের এলাকা থেকে শহরে বেশি করোনা সংক্রমণ হচ্ছে। তবে রোগী সংখ্যা বাড়তে থাকলেও পুরোপুরি প্রস্তুত হয়নি হাসপাতালগুলো।

নারায়ণগঞ্জে সরকারি বেসরকারি মিলিয়ে আইসোলেশন শয্যার সংখ্যা ৭০টি। সামাজিক সংক্রমণ আরও বাড়লে পরিস্থিতি সামাল দিতে নতুন আক্রান্তদের রাখার জন্য আরও ৪০০শয্যা প্রস্তুত রাখা প্রয়োজন বলে চিকিৎসকরা মনে করছেন।

এবং করোনা পরিস্থিতি সামাল দিতে নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ টিম আসার কথা রয়েছে।

করোনাকরোনাভাইরাসনারায়ণগঞ্জ