নারায়ণগঞ্জে বাস চাপায় মা-মেয়ে সহ ৩ জন নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস চাপায় মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার কাঁচপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার দেবী (৫৫), তার মেয়ে সংগীতা (৩৫) ও তাদের আত্মীয় বর্ষা। কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক কাইয়ুম আলী এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার লক্ষীনারায়ণ আখড়া থেকে বের হয়ে রথযাত্রায় অংশ নেন। সন্ধ্যায় রথযাত্রা শেষে রাতে বাড়ির উদ্দেশে যাত্রা করেন।

রাত দশটার দিকে কাচপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী রাসেল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা-মেয়ে সহ তিনজন নিহত হন।গুরুতর আহত হন আরও তিনজন।

পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে কাচপুর হাইওয়ে থানার পুলিশ নিহতদের লাশ উদ্ধারসহ বাসটিকে আটক করে। তবে দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক কাইয়ুম আলী জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াসহ বাসটির চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ঢাকা-সিলেট মহাসড়কলাশ উদ্ধার