নাটোর-২ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ১০ ‍দিন বাকি। এরই মধ্যে নাটোর-২ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। মঙ্গলবার বিরূপ আবহাওয়ার কারণে প্রচারণা বন্ধ থাকলেও বুধবার সকাল থেকেই আওয়ামী লীগ ও বিএনপি এ দুটি প্রধান দলের মনোনীত প্রার্থীরা তাদের প্রচারণা চালাতে শুরু করেন।

বুধবার সকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শিমুল সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে গণসংযোগ শুরু করেন। এ সময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

অপরদিকে, বিএনপি মনোনীত প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি তার দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে শহরের আলাইপুর এলাকায় গণসংযোগ শুরু করেন। তিনি তার স্বামী সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

একাদশ জাতীয় নির্বাচননাটোরনির্বাচনী প্রচারণা