নাটোরের বাগানে ২০ ও ২১ মে থেকে নামানো হবে আম ও লিচু

নাটোর জেলায় ২০ মে থেকে আম ও ২১ মে থেকে লিচু গাছ থেকে নামানোর দিন নির্ধারণ করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ ও আম ব্যবসায়ীদের সাথে এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।

জেলায় গোপাল ভোগ জাতের আম গাছ থেকে নামানো শুরু হবে ২০ মে । আর সর্বশেষ গাছ থেকে গৌরমতি জাতের আম নামানো শুরু হবে ১৫ আগস্ট। এছাড়া খিরসাপাত ২৮মে, ল্যাংড়া ০৬জুন, লক্ষণ ভোগ ১জুন, ফজলি ৩০জুন এবং আম্রপলি ৩০জন।

চলতি বছর নাটোর জেলায় ৫ হাজার ৫১৯ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আর আম উৎপাদন হবে ৭৭ হাজার ৩০৫ মেট্রিক টন।

অপরদিকে চায়না-৩জাতের লিচু নামানো শুরু হবে ২১ মে থেকে। চলতি বছর নাটোর জেলা ৯৫৩ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। আর উৎপাদর হবে ৮হাজার ৩০৭ মেট্রিক টন লিচু।

জেলা প্রশাসন