নরেন্দ্র মোদি ও ইমরান খানকে যে বার্তা দিলেন মালালা

পুলওয়ামায় জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিশ্বনেতাদের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছে নোবেল বিজয়ী মালালা ইউসুফ জাই।  

এক টুইট বার্তায় মালালা দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইমরান খানকে হাতে হাত রেখে এই পরিস্থিতিতে ‘সত্য নেতৃত্ব’ প্রদর্শনের আহ্বান জানান।

এ সময় এক বিবৃতিতে মালালা বলেন, ভারত-পাকিস্তানের বিদ্যমান পরিস্থিতিতে আমি প্রধানমন্ত্রী ইমরান খান এবং নরেন্দ্র মোদিকে কঠিন সময়ে সত্যিকারের নেতৃত্ব প্রদর্শনে আহ্বান জানাতে চাই। এবং সংলাপের মাধ্যমে কাশ্মীরের সাথে দীর্ঘদিনের সমস্যা সমাধান করুন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায়কে আমি ভারত ও পাকিস্তানের মধ্যে সুষ্ঠু আলোচনা করাতে সমর্থন জানাচ্ছি, এবং হামলার ফলে ক্ষয়ক্ষতির মধ্যে পরা মানুষদের সাহায্যের আহ্বান জানাই।

পাকিস্তানের মানবাধিকার কর্মী আরও বলেন, দুই দেশের নাগরিকই জানে প্রকৃত শত্রুরা সন্ত্রাসবাদ, দারিদ্র্য, নিরক্ষরতা এবং স্বাস্থ্য সংকটকে উসকে দেয়।

ভারত-পাকিস্তানমালালা ইউসুফজাই