নরসিংদীর দুর্গম চরাঞ্চলে প্রাথমিক শিক্ষা ব্যাহত

নরসিংদীর দুর্গম চরাঞ্চলে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ব্যাহত হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কর্মসূচি। একদিকে শিক্ষক সংকট অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে না পারছেন না শিক্ষকরা।

নরসিংদীর ৮ শ’র বেশি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে রায়পুরা ও সদর উপজেলার ৯২টি বিদ্যালয়ের অবস্থান দুর্গম চরাঞ্চলে। যেখানে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। প্রতিকূল আবহাওয়া থাকলে প্রায়ই নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে পারেন না শিক্ষকরা। নানা অজুহাতে অনুপস্থিত থাকে শিক্ষার্থীরাও।

জেলার ৯৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ৪শ’র বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় কাঙ্ক্ষিত শিক্ষা সেবা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছেন নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার।

সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের নজরদারি প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত দেখুন সুমন রায়ের ভিডিও প্রতিবেদনে:

নরসিংদী