নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভা প্রথম বৈঠকে বসছে সোমবার। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ব্রিফ করবেন।

প্রথানুযায়ী মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির ভাষণসহ ৬টি এজেন্ডা মন্ত্রিসভার বৈঠকের আলোচ্যসূচি হিসেবে নির্ধারিত হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ৭ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এ নিয়ে টানা তিনবারের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়াও ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী রয়েছেন।

এবারের মন্ত্রিসভায় গতবারের হেভিওয়েট অনেক মন্ত্রীর জায়গা হয়নি। তুলনামূলক নতুন মুখই বেশি রয়েছে এই মন্ত্রিসভায়।

বর্তমান সরকারের মেয়াদেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করার কথা রয়েছে। মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার কথা রয়েছে এ সরকারের আমলেই।

গণভবনমন্ত্রিসভা