নতুন চ্যাম্পিয়ন পেল বিপিএল

বঙ্গবন্ধু বিপিএলের শিরোপা রাজশাহীর

মঞ্চ সাজানোই ছিল। অপেক্ষা ছিল ময়দানী মহারণ শেষের। বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছেন রাজশাহী রয়্যালসের আন্দ্রে রাসেল। তাতে বিপিএল পেয়েছে নতুন চ্যাম্পিয়ন। সঙ্গে মিলেছে একজন নতুন চ্যাম্পিয়ন অধিনায়কও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের সপ্তম আসর বসেছিল এবার। ২০১২ সালে যাত্রা করে গত আসর পর্যন্ত ছয়বারে তিনটি ভিন্ন ভিন্ন দল ট্রফি উঁচিয়ে ধরেছে। যার মধ্যে এক ঢাকাই আবার তিনবার জিতেছে, দুই ভিন্ন নামে। একসময় আট দল, এখন সাত দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে ঢাকা, কুমিল্লা ও রংপুরের বাইরে কোনো দল শিরোপা জিততে পারছিল না। বঙ্গবন্ধু বিপিএলে এসে পারল রাজশাহী।

উদ্বোধনী আসর বসেছিল ২০১২ সালে, বরিশাল বার্নার্সকে ৮ উইকেটে হারিয়ে সেবার শিরোপা জেতে মাশরাফী বিন মোর্ত্তজার ঢাকা গ্ল্যাডিয়েটর্স। ২০১৩তে পরের আসরেও চ্যাম্পিয়ন ঢাকা। অধিনায়ক সেই মাশরাফী। এবার চিটাগং ভাইকিংসকে ৪৩ রানে হারিয়ে সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরেন গ্ল্যাডিয়েটর্স দলপতি ম্যাশ।

একবছর বিরতি দিয়ে ২০১৫ সালে তৃতীয় আসরে শিরোপা জেতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশাল বুলসকে ৩ উইকেটে হারিয়ে ট্রফি হাতে নেন সেই মাশরাফীই।

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ২০১৬ আসরে আবারও ঢাকার ঘরে যায় শিরোপা। সেবার অবশ্য দলটির নাম ছিল ঢাকা ডায়নামাইটস। রাজশাহী কিংসকে ৫৬ রানে হারায় তারা। সঙ্গে একজন নতুন চ্যাম্পিয়ন অধিনায়ক পায় বিপিএল, মাশরাফীর টানা তিনের পর শিরোপা ওঠে সাকিব আল হাসানের হাতে।

২০১৭ সালে রংপুর রাইডার্সে নাম লেখান মাশরাফী। ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারিয়ে আবারও শিরোপা ছুঁয়েছেন তিনি। আগেরবারের চ্যাম্পিয়ন সাকিবদের হারিয়ে ফের সিংহাসনে বসেন মাশরাফী।

২০১৯ সালে হল দুটি বিপিএল। বছরের শুরুতে একটা হয়েছে। বছরের শেষ মাসে শুরু হয়ে আরেকটা আসরের শিরোপা ফয়সালা হল নতুন বছরে, শুক্রবার। বছরের শুরুর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা ঢাকা ডায়নামাইটসকে হারায় ১৭ রানে। সাকিবকে টানা দুই রানার্সআপের ধাক্কা দিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন ইমরুল কায়েস। সেইসাথে মাশরাফী-সাকিবের পর আরেকজন চ্যাম্পিয়ন অধিনায়ক পায় বিপিএল।

মুশফিক এবারই প্রথম ফাইনাল পর্যন্ত যেতে পেরেছেন। তার দল খুলনা জিতলেও হতো নতুন চ্যাম্পিয়ন। আর মুশি হতেন নতুন চ্যাম্পিয়ন অধিনায়ক। দুটোর একটাও হয়নি! বিপিএলে রাসেলের রাজশাহীই তাই নতুন বিপিএল রাজা। আর মাশরাফী-সাকিব-ইমরুলের পর নতুন চ্যাম্পিয়ন অধিনায়ক হিসেবে একজন বিদেশিকে পেল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি।

ইমরুলখুলনা-রাজশাহী ফাইনালতামিমবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মুশফিকরুশোলিড স্পোর্টস