নতুনদের নিয়ে বিশ্বকাপের মহড়া

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন তিন তরুণ। বৃহস্পতিবার দলীয় অনুশীলনে দেখা গেল আরও কয়েকজন নবীনকে। ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপের মহড়া যে শুরু হয়ে গেছে, সেটিই যেন প্রতিফলিত হল শের-ই-বাংলা স্টেডিয়ামে টাইগারদের অনুশীলনে।

প্রথম দুটি ম্যাচের জন্য ঘোষিত ১৩ সদস্যের স্কোয়াডে আছেন দেশের জার্সিতে একটি করে টি-টুয়েন্টি খেলা অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও অফস্পিনার শেখ মেহেদী হাসান। বছর পেরিয়ে তাদের জাতীয় দলে ফেরানোর পাশাপাশি জায়গা করে দেয়া হয়েছে নবীন পেসার ইয়াসিন আরাফাত মিশুকে।

তিন তরুণের সঙ্গে জাতীয় দলের অনুশীলন জার্সি জড়িয়ে নেটে বল করেছেন বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা ও লেগস্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদি। দুই ম্যাচ পর এই দুই তরুণও যোগ হতে পারেন স্কোয়াডে।

টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দলে অনেক পরিবর্তনের আভাস দিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। যার প্রতিফলন দেখা গেছে প্রথম দুই ম্যাচের স্কোয়াডেই। দুই ম্যাচ পর ঝালিয়ে দেখতে মেহেদী রানা, মিনহাজুল আফ্রিদিকে মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হলেও তাই অবাক হওয়ার থাকবে না। টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের প্রস্তুত করতে ঘরের মাঠের এই সিরিজ যে দারুণ এক উপলক্ষ।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। বৃহস্পতিবার সন্ধ্যায় কৃত্রিম আলোয় বাংলাদেশ দলের অনুশীলনে দেখা গেল ভিন্ন এক আবহ। যেখানে অভিজ্ঞদের ছাড়িয়ে গেছে তারুণ্যের উপস্থিতি।

আগামী বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ায় হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। সেরা দল গড়তে তরুণদের বাজিয়ে দেখার সুযোগে চলছে তারই মহড়া।

অনুশীলনে নামার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো স্কোয়াড নিয়ে বলেন, ‘আমি ড্রেসিংরুমে মাত্র তিনটি পরিবর্তনের ব্যাপারে সম্মত হয়েছি, যাদের সঙ্গে আমার আগে কখনোই দেখা হয়নি। তারা এখন স্কোয়াডেরই অংশ এবং তরুণ মিশু, আফিফ এবং একজন খেলোয়াড় যে গতকাল এইচপি ম্যাচ খেলেছে (ইয়াসিন আরাফাত)। মাত্র ১০ মিনিট আগে তাদের সাথে দেখা হয়েছে, তাই কীভাবে তাদের কার্যকর করে তোলা যাবে তা বোঝা বেশ কঠিন। এই মুহূর্তে এটাই আমার জন্য চ্যালেঞ্জ।’

শুরুতে কাছাকাছি নেটে সৌম্য সরকারের সঙ্গে ব্যাটিং করেন আফিফ। পেসার-স্পিনার আলাদা হয়ে বোলিং করেন নেটে। মোস্তাফিজের সঙ্গে ইয়াসিন আরাফাত, মেহেদী রানা, সাইফউদ্দিন। মেহেদী, তাইজুল, মিনহাজুলরা অন্য নেটে। শুরুতে আফিফ সামলান স্পিনারদের, সৌম্য পেসারদের।

কিছুক্ষণ পর বদলায় তাদের নেট। পরে নেটে আসেন মুশফিকুর রহিম। খানিক পরই শুরু হয় বৃষ্টি। খেলোয়াড়দের জায়গা তখন ড্রেসিংরুমে। বৃষ্টি থামার পর মুশফিকের পাশের নেটে ব্যাটিং করেন সাকিব আল হাসান। পরে যোগ দেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিংঅর্ডারেও দেখা যেতে পারে এমন চিত্র।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচ। টি-টুয়েন্টিতে মুখোমুখি আগের দশ দেখায় বাংলাদেশ জিতেছে পাঁচটি আর জিম্বাবুয়ে চারটি। ম্যাচটা জিতে দ্বৈরথে আরও একটু এগিয়ে থাকার সুযোগ সাকিব-মুশফিকদের সামনে।

বাংলাদেশ ক্রিকেট দললিড স্পোর্টস