নওগাঁয় আধুনিক পদ্ধতিতে ধান রোপণ

নওগাঁয় আধুনিক পদ্ধতিতে রিপার মেশিনের সাহায্যে ধান রোপণ করেছেন। সময়. শ্রম ও খরচ কম হওয়ায় কৃষক এ প্রযুক্তির মাধ্যমে জমিতে ধান রোপণে আগ্রহী হয়েছেন।

তীব্র শ্রমিক সংকট থেকে বাঁচতে এবং তুলনামূলক কম সময় ও খরচে ধান রোপণ করতে আধুনিক যন্ত্র ব্যবহার করছেন নওগাঁর কৃষক।

কৃষক জানান, আগে পুরনো পদ্ধতিতে আট/দশ জন শ্রমিক দিয়ে এক বিঘা জমির ধান রোপণ করতে হতো । এখন মাত্র দেড় লিটার জ্বালানি খরচ করে রিপার মেশিন দিয়ে এক ঘণ্টায় এক বিঘা জমির ধান রোপণ করছেন কৃষক।

কৃষি বিভাগের মাধ্যমে সমিতিভিত্তিক পাওয়া মেশিন নিয়ে কৃষকের দ্বারপ্রান্তে যাচ্ছেন আহসানুল হক নামে এক তরুণ।

কৃষি ও কৃষকের মান উন্নয়নে এবং বেশি পরিমাণ ফসল ফলাতে আধুনিক পদ্ধতিতে ধান রোপণের কোন বিকল্প নেই জানিয়েছে কৃষি বিভাগ।

নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের দেবীপুর মাঠে রিপার মেশিন দিয়ে ধান রোপণ পদ্ধতি নিয়ে মাঠ দিবসের আয়োজন করে কৃষি বিভাগ।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে