ধ্বংসস্তুপের নিচে কারো বাঁচার আশা নেই: নেপালের প্রধানমন্ত্রী

নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা বলেছেন, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকা অসংখ্য মানুষের মধ্য থেকে আর কোনো জীবিত মানুষ পাওয়ার সম্ভাবনা নেই।

২৫ এপ্রিল ৭.৯ মাত্রার ভূমিকম্পের ১ সপ্তাহ পর শনিবার প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন। এখনো অনেক দুর্গম এলাকায় সাহায্য পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে যেখানে এখন পর্যন্ত কোনো রকম ওষুধ,সেব সামগ্রী পৌঁছানো সম্ভব হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র লক্ষ্মি প্রসাদ ধাকাল বলেন, ভূমিকম্পের ১ সপ্তাহ পার হয়ে গেছে। তাদের মনে হয়না ধ্বংসস্তুপের নিচে আর কেউ জীবিত আছেন। তিনি আরো বলেন, তারা বিভিন্ন দুর্গম এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর চেষ্টা করছেন।

ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিতদের উদ্ধার করতে প্রায় ২০টির বেশি দেশের উদ্ধারকর্মীরা স্নিফার কুকুর ও জীবনের অস্তিত্বের সন্ধান করতে পারে এমন সরঞ্জাম ব্যবহার করেছেন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আর কোনো জীবিত মানুষ উদ্ধার হয়নি।

বেঁচে যাওয়া ও উদ্ধারকৃত ১.৭ মিলিয়ন অল্প বয়স্ক ছেলে মেয়ে যারা অনেক উষ্ণ অঞ্চলে বাস করছে তাদের মধ্যে প্রকট আকারে বিভিন্ন মহামারি অসুখ ছড়িয়ে পড়েছে । জাতিসংঘের শিশু অধিকার সংস্থা ইউনিসেফ এই বিষয়ে একটি সতর্কতা জারি করেছে।

নেপালের ৮১ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে দেশটি এখন লন্ডভন্ড। পুরো কাঠমান্ডু পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সত্তর হাজার ভবন ধসে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। মাটির সঙ্গে মিশে গেছে অনেক ভবন। আর যেগুলো দাঁড়িয়ে আছে তাতেও ধরেছে বড় ধরনের ফাটল। ভয় আর আতঙ্কে বেশিরভাগ মানুষ খোলা আকাশের নিচে বা তাঁবুতে থাকছে।

নেপালের ভূমিকম্প