ধ্বংসপ্রাপ্ত প্রাচীন বৌদ্ধ বিহার: পাহাড়পুর

পাহাড়পুর বৌদ্ধ বিহার ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। সোমপুর বিহার নামেও পরিচিত। নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বৌদ্ধ বিহারটি তৈরি করছিলেন। প্রায় ১০ হেক্টর এলাকাজুড়ে পুরাকীর্তিটি অবস্থিত। ১৮৭৯ সালে স্যার অ্যালেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। বৌদ্ধবিহারটিতে স্তূপ, মন্দির, পরিবেষ্টিত বিহারসহ বৌদ্ধ স্থাপনার বেশ কিছু নিদর্শন রয়েছে। ১৯৮৫ সালে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয় পাহাড়পুর বৌদ্ধ বিহার।

চ্যানেল আইচ্যানেল আই অনলাইনলিড মাল্টিমিডিয়া