ধোনির চুপ থাকার কারণ জানালেন স্ত্রী

বিশ্বকাপের সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর একপ্রকার মাঠের বাইরেই আছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। করোনার কারণে লকডাউনের সময়েও তার বিন্দুমাত্র সাড়া পায়নি ক্রিকেটবিশ্ব। ঠিক কী কারণে এমন নিশ্চুপ ধোনি? এটা অভিমান থেকে নাকি অন্য কারণ আছে? কৌতূহল যখন জাগছে, তখন মুখ খুললেন তার স্ত্রী সাক্ষী। জানালেন কারণটা ভিন্ন!

চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল উপস্থাপক রুপা রামানির সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে এসে স্বামীর ব্যাপারে সাক্ষী জানিয়েছেন, ‘করোনাভাইরাসের সময় ভিডিও পোস্ট করতেই হবে এমন কোনো চাপ নেই ওর। কারণ প্রধানমন্ত্রীর বার্তা কিন্তু ভিন্ন। যদি আপনি তা অনুসরণ করেন, আপনার মন খুশি থাকবে। এখন প্রধানমন্ত্রীর কথার চেয়ে আর বড় কিছু তো নেই। সুতরাং, সে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেওনি, বলেওনি।’

সাক্ষাৎকারে সাক্ষী এটাও জানিয়েছেন যেকোনো সফরে সতীর্থদের জন্য দরজা সবসময় খোলা রাখতেন ধোনি, ‘মাহি সবসময় তার দরজা খোলা রাখত। এটা ২০১০ সাল থেকেই (সেবছর সাক্ষীর সঙ্গে বিয়ে হয় ধোনির)। লোকজন আসতো, আমরা ৩-৪টা পর্যন্ত কথা বলতাম। ক্রিকেট নিয়ে কথা উঠলেই আমি সরে যেতাম।’

ক্রিকেটই ধোনির জীবনে প্রথম ভালোবাসা বলে জানিয়েছেন সাক্ষী, ‘ধোনি সবসময় ক্রিকেটের ব্যাপারে আবেগী। এটা তার ভালোবাসা।’

ক্রিকেটধোনিভারতলিড স্পোর্টসসাক্ষীস্ত্রী