উদ্বোধনের আগেই সাময়িকভাবে খুলে দেয়া হলো দ্বিতীয় ধরলা সেতু

আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সাময়িকভাবে খুলে দেয়া হয়েছে ধরলা নদীর উপর নির্মিত কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার দ্বিতীয় ধরলা সেতু।

রমজান ও ঈদসহ বর্ষা মৌসুমে মানুষের কষ্ট লাঘবের জন্য আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই প্রধানমন্ত্রীর নির্দেশে সেতুটি খুলে দেয় স্থানীয় প্রশাসন।

কুড়িগ্রাম জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ২০১২ সালের ২০ সেপ্টেম্বর ফুলবাড়ি উপজেলার কুলাঘাট এলাকায় ২য় ধরলা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরবর্তীতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্বাবধানে ২০১৪ সালে ৯৫০ মিটার দীর্ঘ সেতুটির কাজ শুরু হয়। গত বছরের ডিসেম্বরে কাজ শেষ হলেও সেতুটি বন্ধ রাখা হয় আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায়।

দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্নের ২য় ধরলা সেতু যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেয়ায় খুশি স্থানীয়রা। সেতুটি পিছিয়ে পড়া এ জেলার ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসহ সার্বিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

সাময়িকভাবে চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হলেও প্রধানমন্ত্রী নিজেই সেতু উদ্বোধন করবেন এমন প্রত্যাশা এলাকাবাসীর।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: 

ধরলা সেতু