দুর্নীতিতে ফেঁসে গেলেন পিএসজি সভাপতি

ফরাসি ক্লাব পিএসজির সভাপতি নাসের আল খেলাফি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন। কাতারের রাজধানী দোহাতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য ঘুষ দিয়েছেন আল খেলাফি, এমন অভিযোগ টেনে কাতারি ধনকুবেরের নামে মামলা দাঁড় করিয়েছেন ফরাসি আদালত।

২০১৭ সালে লন্ডনকে ১৬-১০ ভোটে হারিয়ে ২০১৯ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ আয়োজনের স্বত্ব পায় কাতার। ফরাসি বিচারক রয়েঁদ ফন রুয়েমবেক আল খেলাফিকে অভিযুক্ত করে বলেছেন, সেই আয়োজনের স্বত্ব পেতে দুর্নীতির আশ্রয় নেন আল খেলাফি।

আল খেলাফির অধীনে আছে বেইন মিডিয়া গ্রুপ ও কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট (পিএসজি ক্লাবটি এই প্রতিষ্ঠানের মালিকানাধীন)। অভিযোগে উল্লেখ করা আছে যে, চ্যাম্পিয়নশিপ আয়োজনের স্বত্ব পেতে আন্তর্জাতিক অ্যাথলেটিক ফেডারেশনের সাবেক সভাপতি ল্যামিনে ডিয়াককে ৩৫ লাখ ডলার ঘুষ দেয় কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট। আর এসবে স্পষ্ট হাত আছে পিএসজি সভাপতির।

অভিযোগ অস্বীকার করেছেন আল খেলাফির আইনজীবী ফ্রান্সিস স্পাইনার। ‘অভিযোগের কোনো ভিত্তি নেই’ দাবি করে আইনজীবীর ভাষ্য, তার মক্কেলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দেখাতে পারেনি ফরাসি আদালত।

নাসের আল খেলাফিপিএসজিলিড স্পোর্টস