দুই মেরুতে নাসির-সৌম্য

বিপিএলে ম্যাজিক দেখিয়েই যাচ্ছেন নাসির হোসেন। ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্যে টুর্নামেন্ট সেরার দাবিদার হয়ে উঠেছেন। অন্যদিকে সৌম্য সরকার হতাশ করেই যাচ্ছেন। চট্টগ্রাম থেকে ফিরে ঢাকাতেই রানের দেখা নেই ঢাকা ডমিনেটরস ওপেনারের ব্যাটে।

সোমবার মিরপুরে রাতের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সৌম্য ৩ রান করেন ৭ বল খেলে। আবু হায়দার রনির বলে ক্যাচ তুলে দেন মিডঅনে।

৭ ম্যাচে সৌম্যর ব্যাট থেকে এসেছে ৪৫ রান। দু’বার করে ১৬ ও ০ রানে আউট হয়েছেন সৌম্য। বাকি দুই ইনিংসে তার রান ৬ ও ৪।

নাসির-সৌম্য দুজনই খেলছেন এক দলে। নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নাসির নিজেকে ব্যাটে-বলে নিজেকে মেলে ধরলেও বড্ড নিষ্প্রভ সৌম্য। রানখরা তার কাটছেই না।

ঢাকার অফস্পিনার নাসির কুমিল্লার সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। ৭ ম্যাচে ৯ উইকেট তার দখলে। করেছেন তিনশর কাছাকাছি রান। করেছেন দুটি ফিফটি। ত্রিশের নিচে নেই কোনো ইনিংস।

নাসিরবিপিএল-২০২৩লিড স্পোর্টসসৌম্য