দুঃসময়ে তামিমের পাশে সালাউদ্দিন

বিপিএলে মোহাম্মদ সালাউদ্দিনের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। সেই ফর্ম হারিয়ে এ ওপেনার পার করছেন দুঃসময়। কক্ষপথে ফিরতে মরিয়া তামিম তাই ফিরে গেলেন পুরনো গুরুর কাছেই।

মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামের নেটে দুপুর থেকে সন্ধ্যা অবধি জাতীয় দলের সাবেক সহকারী কোচ সালাউদ্দিনের অধীনে ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করেছেন তামিম। ছিলেন বিসিবির কোচ সোহেল ইসলামও।

অফস্পিনের সামনে ডিফেন্স, ড্রাইভ খেলেছেন তামিম। পেছন থেকে টেকনিক নিয়ে নানা পরামর্শ দিয়ে গেছেন সালাউদ্দিন। ধরে ধরে দেখিয়ে দিয়েছেন কোন বলটা কীভাবে খেলতে হবে। তামিম যেন ফিরে গিয়েছিলেন শৈশবে! শুরু থেকে শুরু বললেও ভুল হবে না। বিশেষ এই অনুশীলন সেশনে ডিফেন্স করা নিয়েই কাজ হয়েছে বেশি।

বিরতি কাটিয়ে জাতীয় লিগ দিয়ে মাঠে ফেরা তামিম খুবই ধীরলয়ে ব্যাট করলেও ইনিংস বড় করতে পারেননি। চট্টগ্রামের ওপেনার মিরপুরে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে ৩০, দ্বিতীয় ইনিংসে করেন ৪৬ রান। দু’বারই আউট হন অফস্পিনার মাহমুদউল্লাহ রিয়াদের বলে। সে কারণেই হয়ত নেটে ডাকা হয়েছিল অফস্পিনারদের।

বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরেও হাসেনি তামিমের ব্যাট। হতাশায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুদিন নিজেকে দূরে সরিয়ে রাখা এ ওপেনার ঘরোয়া লিগেও ধুঁকছেন কিছুটা। ভারত সিরিজের আগে নিজেকে কক্ষপথে ফেরাতে তাই প্রিয় কোচ সালাউদ্দিনের শরণাপন্ন হয়েছেন দেশসেরা ব্যাটসম্যান।

সাকিব আল হাসানের ডাকে প্রিমিয়ার লিগের মাঝেই হায়দরাবাদ চলে গিয়েছিলেন সালাউদ্দিন। বিকেএসপির সাবেক ছাত্র যখন আইপিএলে সানরাইজার্সের সাইডবেঞ্চে তখন নেটে আলাদা করে কাজ করেছিলেন এ কোচ। যার ফল বিশ্বকাপে দেখা গিয়েছিল। সাকিবের ব্যাট হয়ে উঠেছিল রানের মেশিন! তেমন আশাতেই হয়ত সালাউদ্দিনের কাছে তামিমের ফেরা।

তামিম ইকবালমোহাম্মদ সালাউদ্দিনলিড স্পোর্টস