দিনাজপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

দিনাজপুরে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই পুলিশ সদস্য। নিহতরা মাদক ব্যবসায়ী ছিল বলে দাবি করেছে পুলিশ। 

এ ঘটনার সত্যতা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম,পিপিএম (বার)।

রোববার দিবাগত রাত দেড়’টায় দিনাজপুরের দক্ষিণ কোতায়ালী’র তাজপুর নওশন দীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের তথ্য মতে, নিহতরা হলেন- দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী রেল লাইন এলাকার মৃত শেখ রহমানের ছেলে রহমত আলী ওরফে রসমত আলী (৩৬) এবং সিপাহীপাড়া রেল লাইন বস্তি এলাকার মৃত মনসুর আলী’র ছেলে আবুল কাশেম ওরফে কাইশা (৩৪)। আর আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই নাহিদ ও কনেস্টেবল মাহবুব।

সোমবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয় সভাকক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর আক্রমণ করে মাদক ব্যবসায়ীরা। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ওই দুই মাদক ব্যবসায়ী নিহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শ্যুটার বন্দুক,দুই রাউন্ড গুলি, একশ পিস ফেনসিডিল এবং ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

বন্দুকযুদ্ধব্যবসায়ী নিহত