দিনাজপুরে আমন ধান ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক

দিনাজপুরে আমন ধান ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষিরা। ক্ষেতে লাইভ পার্চিং ও আলোর ফাঁদ ব্যবহার করছে তারা।

দিনাজপুরের বিভিন্ন এলাকার মাঠে মাঠে সবুজ ধান ক্ষেতের সমারোহ। আমন ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে চাষি। ক্ষেতে লাইভ পার্চিং ও আলোর ফাঁদ ব্যবহার করছে তারা।

লাইভ পার্চিং ব্যবহারে ক্ষেতে ক্ষতিকর পোকা দমনের পাশাপাশি মাটির নাইট্রোজেন এর ঘাটতিও পূরণ হচ্ছে। এতে ফসলে কীটনাশকের ব্যবহার কমিয়ে দিয়েছে চাষি। প্রাকৃতিক পদ্ধতিতে পোকা দমনও করা যাচ্ছে।

লাইভ পার্চিং ও আলোর ফাঁদ ব্যবহারে আমন ধানের ভালো ফলন আশা করছে কৃষি বিভাগ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

আমন ধানব্যস্ত কৃষকসেমি লিড