দাবানল নিয়ন্ত্রণে ফেডারেল তহবিল বাতিলে ট্রাম্পের হুঁশিয়ারি

বন ব্যবস্থাপনা নিয়ে ডেমোক্র্যাট গভর্নরের প্রতি অসন্তোষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে ফেডারেল তহবিল বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টুইট বার্তায় গভর্নরকে দোষারোপ করে তিনি বলেন, বন ব্যবস্থাপনায় গেভিন নিউসম কোনো ভালো কাজ দেখাতে পারেননি। এসব কারণে প্রতি বছরই ক্যালিফোর্নিয়া দাবানলে পুড়ছে বলেও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প।

বরাবরই প্রেসিডেন্টের পরিবেশনীতির সমালোচনা করে আসছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম। ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন বিশ্বাস করেন না বলেও অভিযোগ করেন তিনি।

গত কয়েক সপ্তাহে দাবানলে অঙ্গরাজ্যটির প্রায় এক লাখ একরের মতো জায়গা পুড়ে গেছে। ওই এলাকার কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

জলবায়ু পরিবর্তনযুক্তরাষ্ট্র