দলীয় ব্যানারে স্থানীয় নির্বাচনে সহিংসতা কমবে: সিইসি

দলীয় ব্যানারে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানে সহিংসতার হার কমে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ।

মঙ্গলবার সকালে আগারগাঁয়ে পরিকল্পনা কমিশনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমসহ স্মার্ট কার্ড বিতরণে রাজধানীর মেয়রদের সহযোগিতা চেয়ে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের সঙ্গে বৈঠক শেষে সিইসি এ কথা বলেন।

তিনি জানান, পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরণের প্রস্তুতি এগিয়ে রেখেছে ইসি। অধ্যাদেশ জারি হলেই ডিসেম্বরে ২৪৫ টি পৌরসভায় নির্বাচন করবে ইসি। দলীয় প্রতীকে নির্বাচন হলে নির্বাচন পরিচালনা সহজ হবে একই সঙ্গে আইন-শৃংঙ্খলা বাহিনীর পক্ষে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করা সম্ভব হবে বলে মনে করেন সিইসি।

ভোটার তালিকার সব ধরণের কাজে নগর পিতারা ইসিকে সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন। বৈঠকে ঢাকা উত্তরের সব ওয়ার্ড কাউন্সিলররাও উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনস্থানীয় সরকার নির্বাচন