দক্ষিণে তাপসের ‍বিপুল বিজয়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস। 

শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সবগুলো কেন্দ্রের (১১৫০) ‍ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন দক্ষিণ সিটি নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

প্রায় দুই লাখ ভোট বিজয়ী তাপস পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

এ নির্বাচনে কারচুপির অভিযোগ করে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিরোধীদল বিএনপি। প্রতিবাদে রোববার রাজধানীতে হরতালের ডাক দিয়েছে দলটি।

ঢাকা দক্ষিণ সিটিতে এবার ১১৫০টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।

দক্ষিণে মেয়র পদে ভোটে লড়েন ৭ জন প্রার্থী। তারা হলেন: আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, এনপিপির বাহারানে সুলতান বাহার, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ।

আওয়ামী লীগইসিডিএনসিসিডিএসসিসিঢাকায় দুই সিটি নির্বাচনতাপসদুই সিটি নির্বাচনধানের শীষনির্বাচননৌকাবিএনপিসিটি নির্বাচন