তৃতীয় দিনেও বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে রাস্তা অবরোধ

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে টানা তৃতীয় দিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে ষ্টাইল ক্রাফটস পোশাক কারখানার শ্রমিকরা।

সকাল থেকে ঢাকা-জয়দেবপুর তিনসড়ক এলাকায় বিদ্যুতের খুঁটি ফেলে রাস্তা বন্ধ করে আন্দোলন করছে তারা। মানুষের দুর্ভোগ লাঘবে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে যানবাহন সচল রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, ওই কারখানায় গত সেপ্টেম্বর ও অক্টোবরে ৬৫ শতাংশ বেতন দেওয়া হয়েছে। নভেম্বরের বেতন দেওয়ার একাধিক তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি।

এ অবস্থায় বকেয়া পাওনা পরিশোধের দাবিতে কারখানা শ্রমিকরা বৃহস্পতিবার বিকেল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।

গাজীপুরবকেয়া বেতনবিক্ষোভ