তীব্র শীতে ব্যাপক ক্ষতির মুখে পান চাষীরা

তীব্র শীতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন পিরোজপুরে পান চাষীরা। কুয়াশায় লতা থেকে ঝরে যাচ্ছে পান। কোটি টাকা লোকসানের আশঙ্কা  করছেন কৃষক।

সারা দেশে মতো পিরোজপুরেও প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে পান চাষীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। কুয়াশা পড়ে বরজে লতা থেকে পান পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে। বর্তমানে পানের বাজার মূল্য পণ প্রতি ১৫০ থেকে ২শ’ টাকা থাকলের এই ঝরা পান বিক্রি হচ্ছে প্রতি পণ ৫০ থেকে ৬০ টাকায়।

তীব্র শীতে পান পাতা ঝড়ে যাওয়ায় কৃষি বিভাগও এ ব্যাপারে সহায়তা দিতে পারছে না। পান চাষীরা প্রতিবছর শীতের সময় পানের বরজে পলিথিন দিয়ে ঢেকে পান রক্ষা করেন। তবে এবার পলিথিন কোন কাজ হচ্ছে না। জেলায় এ বছর ৭শ’ ৬ হেক্টর জমিতে পান চাষ হয়েছে।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে