তিন সন্তানকে নিয়ে বিষপানে বাবা-মেয়ের মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন বাবা। এসময় ঘটনাস্থলে আনোয়ার হোসেন (৪০) ও মেয়ে রাহিনী আক্তার (৮) এর মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ছেলে যাবের (২) ও মেয়ে মাহিমা (৪) কে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

রোববার ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে স্ত্রী আনোয়ারা বেগমের সঙ্গে ঝগড়া হয় আনোয়ার হোসেনের। একপর্যায়ে রাতেই স্ত্রী বাপের বাড়ি চলে যান। এরপর ভোররাতে নিজের তিন ছেলে-মেয়েকে বিষপানের পর নিজেও বিষপান করেন। এসময় আনোয়ার ও তার মেয়ে রাহিনীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় প্রথমে টেকনাফ ও পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান জানান: সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এসময় বিষপান করে অজ্ঞান অবস্থায় থাকা দু’জনকে হাসপাতালে পাঠানো হয়। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার টেকনাফবিষপান