৩০০ কোটির বাজেট ছাড়িয়েছে ‘ব্রহ্মাস্ত্র’, গড়তে পারে ইতিহাস

দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে অয়ন মুখার্জি পরিচালিত বিগ বাজেটের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে। পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি বছরের বড়দিন উপলক্ষ্যে মুক্তি পাওয়ার কথা ছবিটির। তবে বিশ্বব্যাপী মহামারী করোনা পরিস্থিতির কারণে সেটি সম্ভব হচ্ছে না। তবে এরই মাঝে জানা গেল চমকপ্রদ এক সংবাদ!

ছবিটি নির্মাণে ৩০০ কোটি রূপি বাজেট বরাদ্দ থাকলেও ইতোমধ্যে এই বাজেট ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’র ঘনিষ্ঠজন। বলছেন, বাজেটের দিক থেকে এটি হতে যাচ্ছে ভারতের সবচেয়ে বেশি খরচে সিনেমা!

স্টার এন্ড ডিজনি ইন্ডিয়ার চেয়ারম্যান উদয় শঙ্কর হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২০ এ ছবিটি নিয়ে আকর্ষণীয় কিছু বিবরণ প্রকাশ করেন। এসময় তাকে আসন্ন ছবিটির বাজেট সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান যে, ছবিটির বাজেটের জন্য ৩০০ কোটি রুপি উল্লেখ করা হলেও এটি তার চেয়েও অনেক বেশি।

কিন্তু কেন? তার মতে, ছবিটির কাহিনী যেহেতু কল্পবিজ্ঞান ভিত্তিক, সুতরাং এর ভিজ্যুয়াল ইফেক্টসের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এর মুক্তি প্রেক্ষাগৃহ ব্যতিত অন্য কোথাও হলে তার সঠিক মূল্যায়ন হবে না। ফলে বাজেটও বেশি লাগছে।

ব্রহ্মাস্ত্রপ্রযোজনা  করেছেন করণ জোহরের ধর্ম প্রোডাকশনস। আসন্ন ছবিটিতে একসঙ্গে প্রথমবারের মত জুটি বাধবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এছাড়াও প্রধান চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে।

ছবিটিতে আরো দেখা যাবে মৌনি রায়, নাগার্জুন আক্কেনেনি, ডিম্পল কাপাডিয়ার মতো তুখোড় অভিনেতাদের। সেই সাথে বিশেষ একটি চরিত্রে শাহরুখ খানকে দেখারও ঘোষণা এসেছিল। তবে শাহরুখ ঠিক কোন চরিত্রে ছবিটির অংশ হবেন তা নিয়ে এখনো রহস্য রয়েই গেছে।

অমিতাভ বচ্চনঅয়ন মুখার্জিআলিয়া ভাটকরণ জোহরডিম্পল কাপাডিয়াধর্মা প্রোডাকশননাগার্জুন আক্কেনেনিবাজেটব্রহ্মাস্ত্রমৌনি রায়রণবীর কাপুরশাহরুখ