তারকা ফুটবলারদের রিয়ালে না যেতে বোঝাচ্ছেন রোনালদো!

রিয়াল মাদ্রিদ ছেড়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে চ্যাম্পিয়ন্স লিগের ময়দানে সাবেক ক্লাবের মতো সাফল্য পাননি তিনি। যেখানে রিয়াল প্রায় অদম্য। যদিও শেষ মৌসুমে জিততে পারেনি লস ব্লাঙ্কোসরা।

সামনের আসরে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল যাতে ভালো করতে না পারে এবং জুভেন্টাস যেন ভালো করে সেজন্য নিজেই মাঠে নেমেছেন রোনালদো। তরুণ ফুটবলারদের রীতিমতো রিয়ালে না যেতে উৎসাহিত করছেন তিনি।

রোনালদো যাদের বোঝাচ্ছেন তাদের মধ্যে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা, আয়াক্সের ম্যাথিয়াস ডি লিট এবং বেনফিকার জোয়াও ফেলিক্স। এই তিনজনকেই তুরিনে নিতে আসরে নেমেছেন রোনালদো।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক দারিও গোল জানাচ্ছে, কোনো তরুণ তারকা যাতে রিয়ালের গিয়ে জিনেদিন জিদানের হাত শক্ত করতে না পারে সেটা নিশ্চিত করতে চাইছেন রোনালদো। যাদের প্রতি রিয়ালের আগ্রহ আছে সেইসব খেলোয়াড়দের রিয়ালের পরিবর্তে জুভেন্টাসে যোগ দেয়ার পরামর্শ দিচ্ছেন সিআর সেভেন।

চলতি মাসেই নেদারল্যান্ডসকে হারিয়ে উয়েফা নেশনস কাপে চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। ওই ম্যাচ শেষে নেদারল্যান্ডস দল যখন হতাশায় আচ্ছন্ন, ঠিক তখনই আয়াক্স তারকা ডি লিটকে জুভেন্টাসে যোগ দেয়ার প্রস্তাব দেন সিআর সেভেন। যা নিয়ে অনেক আলোচনাও হয়।

তখন টিভি ফুটেজে দেখায়, ম্যাচ শেষেই ডি লিটের সঙ্গে একটু সময় নিয়ে কিছু বলছেন রোনালদো। পরে ডাচ তারকা নিশ্চিত করেন, তাকে জুভেন্টাসে যোগ দেয়ার প্রস্তাব দিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

ডাচ টিভি চ্যানেল ‘নোস’কে ডি লিট বলেছিলেন, ‘আমি প্রথমে কিছু বুঝিনি। যখন বুঝলাম, তখন ছোটখাট একটু ধাক্কা খেয়ে হেসে ফেলি। তবে আমি কিছুই বলিনি।’

পগবার প্রতি প্রকাশ্যেই ভালোবাসার কথা জানিয়েছেন জিদান। আর রিয়ালের প্রতি আগ্রহের কথা জানিয়েছেন পগবাও। ডি লিটের সঙ্গে বেশি নাম জড়িয়েছিল বার্সেলোনার। সেই সঙ্গে ডাচ তারকার জন্য মুখিয়ে আছে পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদ।

তবে এই আলোচনার মধ্যে শোনা যাচ্ছে, ডি লিট একরকম চুক্তি করে ফেলেছেন জুভদের সঙ্গে। আর ফেলিক্স অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। ম্যানইউ ছাড়তে চাইলেও পগবার বিষয়টি এখনো চূড়ান্ত নয়।

জুভেন্টাসরিয়ালরোনালদোলিড স্পোর্টস