তামিমের ভাগ্য নির্ধারণ শুক্রবার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি কাটিয়ে ভারত সিরিজেই ফেরার কথা তামিম ইকবালের। কিন্তু অনুশীলনে পাওয়া পাঁজরের চোট কিছুটা অনিশ্চয়তায় রেখেছে বাঁহাতি ওপেনারকে। শুক্রবার তামিমের অবস্থা মূল্যায়ন করবে বিসিবির মেডিকেল টিম। ব্যথা না কমলে সুস্থতার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসায় যেতে হতে পারে- এমনটা জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

‘পাঁজরের ইনজুরির হিলিং প্রক্রিয়াটা দুর্বল থাকে। সারতে একটু সময় নেয়। ব্যথা বাড়তে পারে এমনকিছু করতে তামিমকে নিষেধ করা হয়েছে। শুক্রবার তাকে পর্যবেক্ষণ করা হবে। সে আরও বিশ্রামে থাকবে নাকি খেলা চালিয়ে যাবে সেটি তাকে পর্যবেক্ষণ করার পরই সিদ্ধান্ত হবে।’

তামিম চোট পেয়েছিলেন ১৫ অক্টোবর। যে কারণে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলতে পারেননি জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে। এক সপ্তাহের বিশ্রাম পার হতেই তার চোট পর্যবেক্ষণ করেছেন দেবাশীষ। তখন ব্যথা থাকায় বিশ্রাম বাড়িয়ে দেয়া হয়।

ভারতের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ মাঠে গড়াতে বাকি মাত্র ৯ দিন। শুক্রবার শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। তামিম পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে পারবেন কিনা, তা নির্ভর করছে পাঁজরের ব্যথার উপর।

দেবাশীষ চৌধুরী জানান, ‘তিন দিন আগে তামিমকে আমরা দেখেছি। তখন তার পাঁজরে ব্যথা ছিল। ব্যথা না কমলে হয়ত দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে, এমন সম্ভাবনাও আছে। এখন দেখার বিষয় শুক্রবার তামিমের সবশেষ অবস্থাটা কী দাঁড়ায়।’

পাঁজরে ব্যথা পাওয়ার তিন দিন পরই রানিং করতে শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা তামিম। ব্যথা বাড়তে পারে সে শঙ্কায় বিসিবির মেডিকেল টিম তাকে জানিয়ে দেয় ব্যথা না কমা পর্যন্ত দৌড়ানো যাবে না।

তামিম ইকবালবাংলাদেশ -ভারত সিরিজলিড স্পোর্টস