তামিমের ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি

আগের ম্যাচে সেঞ্চুরি তুলে কাটিয়েছেন ১৯ মাসের খরা। ছন্দে ফেরা তামিম ইকবালকে পরের সেঞ্চুরি পেতে অপেক্ষায় থাকতে হল মাত্র তিন দিন! জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে নিজের ত্রয়োদশ শতক তুলে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার।

তামিমের সেঞ্চুরির পথে প্রকৃতির বাগড়া ছিল। মাশরাফী বিন মোর্ত্তজার শেষ অধিনায়কত্বের ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামকে ভাসিয়ে দিতে বসেছিল বৃষ্টি। ৬০ বলে ফিফটি তোলা তামিম তখন অপরাজিত ৭৯ রানে। অপরপ্রান্তে তার উদ্বোধনী সঙ্গী লিটন দাস তুলে নিয়েছেন তৃতীয় সেঞ্চুরি।

সব বাধা কাটিয়ে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ম্যাচ গড়িয়েছে মাঠে। আর ৯৮ বলে ৪ ছক্কা ও ৫ চারে তামিম তুলে নেন সেঞ্চুরি।

জোড়া সেঞ্চুরিতে তামিম-লিটন গড়েছেন ওয়ানডেতে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। দুজনে বিচ্ছিন্ন হয়েছেন ২৯২ তুলে। এর আগে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের ২২৪ রানের জুটি ছিল টাইগারদের সর্বোচ্চ।

তামিম ইকবাললিড স্পোর্টস