ঢাবিতে মগডালে আটকে থাকা বিড়াল উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গাছের ডালে দীর্ঘক্ষণ আটকে থাকা বিড়ালকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। শুক্রবার রাত পৌনে বারোটার দিকে বিড়ালটিকে উদ্ধার করা হয়।

চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের সামনে মেহগনী গাছের মগডাল থেকে বিড়ালটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানায়: শুক্রবার সকাল থেকে বিড়ালটি গাছের মগডালে উঠে আটকে ছিলো। ৯৯৯ নাম্বারে ফোন করা হলে উদ্ধারকর্মীরা এসে উদ্ধার করেন বিড়ালটিকে।

প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের ছাত্র ও মহসিন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী জানান: আমরা এতদিন বিদেশি সংবাদে দেখেছি বিড়াল, কুকুর উদ্ধার করতে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে। কিন্তু আজ নিজেই ঘটনার সাক্ষী হলাম।

উদ্ধার অভিযানের নেতৃত্বদানকারী পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মাজহার ইসলাম জানান: রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আমরা আড়াই মিনিটের অভিযানে বিড়ালটিকে উদ্ধার করি। মানবিক বোধ থেকেই আমরা এ ধরনের উদ্ধারকাজ পরিচালনা করি। এমন উদ্ধারকাজে আগামীতেও ফায়ার সার্ভিস পাশে থাকবে।

উদ্ধারঢাবিবিড়াল