ঢাবিতে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় চার ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তাদের বহিস্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী চ্যানেল আই অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিগত কমিটির ক্রীড়াবিষয়ক উপ-সম্পাদক হাসিবুর রহমান তুষার, অর্থ বিষয়ক উপ সম্পাদক আবু বক্কর আলিফ, মুহসীন হল শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির ধর্ম বিষয়ক উপ সম্পাদক ইফতেখার ইসলাম তুষার ও সাবেক সহ-সম্পাদক ইমরান ফরহাদ ইমু।

তাদের মধ্যে হাসিবুর রহমান তুষার শিক্ষা ও গবেষণা, আবু বক্কর আলিফ দর্শন, ইফতেখার ইসলাম তুষার পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ এবং ইমরান ফরহাদ ইমু বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।

অধ্যাপক একেএম গোলাম রব্বানী চ্যানেল আই অনলাইনকে বলেন: মুহসীন হল প্রশাসন সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হল থেকে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে। তাদের অনুরোধে চারজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব না দিলে তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হবে।

ছাত্রলীগঢাবিমুহসীন হল