ঢাকা ও নওগাঁয় নৌকার জয়

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম ও মো. আনোয়ার হোসেন (হেলাল)।

শনিবার রাতে তাদের দু’জনকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

ঢাকা-৫ আসনে নৌকা প্রতীক নিয়ে কাজী মনিরুল ইসলাম পেয়েছেন ৪৫ হাজার ৬৪২ ভোট। তার নিকততম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে সালাহ উদ্দিন পেয়েছেন দুই হাজার ৯২৬ ভোট।

আর লাঙ্গল প্রতীকে আব্দুস সবুর পেয়েছেন ৪১৩ ভোট।  মোট ১৮৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায় ভোট প্রদানের হার ১০.৪৩%।

নওগাঁ-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ার হোসেন (হেলাল)।

তিনি ১ লাখ ৫ হাজার ৪৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  ফলাফলে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির শেখ রেজাউল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট।

শনিবার রাত ৭টায় নওগাঁ জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। দু’টি আসনেই ইভিএমে ভোটগ্রহণ করা হয়।

ভোটকে সামনে রেখে দুই আসনেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছিল। মোতায়েন হয়েছিল বিজিবি।

আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মারা যাওয়ায় শূন্য হয় ঢাকা-৫ আসন। আর নওগাঁ-৬ আসনটি শূন্য হয় আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ ইসরাফিল আলমের মৃত্যুতে।

উপনির্বাচনঢাকা-৫নওগাঁ-৬নৌকা