ড্রোন মাপবে হৃৎস্পন্দন

হৃৎস্পন্দন মাপার জন্য মেডিকেল সায়েন্স নানা পদ্ধতি থাকলেও এবার ড্রোন দিয়ে এই কাজ করা যাবে। অস্ট্রেলিয়ার গবেষকেরা এমন এক ড্রোন তৈরি করেছেন, যা দিয়ে ৬০ মিটার দূর থেকে মানুষের হৃৎস্পন্দন মাপা যাবে।

সিনহুয়ার বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ওই ড্রোনটিতে থাকা ক্যামেরা আর ক্যামেরা সেন্সরকে কাজে লাগিয়ে মানুষের হৃৎস্পন্দন মাপা যাবে।

ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার গবেষক জাভান চাহালের নেতৃত্বে একদল গবেষক ওই ড্রোন প্রদর্শন করেন।

পরে চাহাল জানান, নতুন এই ড্রোন কোনো বিপর্যয়ের সময় কাজে লাগানো যাবে। আহত মানুষের তাৎক্ষণিকভাবে শারীরিক পরিস্থিতি জানা যাবে। এমনকি এটি ব্যবহার করে এক দিনে এক লাখ মানুষের হৃৎস্পন্দন জানা সম্ভব।

তবে এ ড্রোনের নেতিবাচক দিক সম্পর্কেও বলেছেন। দুর্বৃত্তরা এটিকে খারাপ কাজেও লাগাতে পারে।

ড্রোন