জেলা প্রশাসকদের পরিবারসহ অবস্থান নিয়ে নির্দেশ নেই সরকারের

জেলা প্রশাসকদের পরিবারসহ জেলা সদরে অবস্থানের বিষয়ে সরকার কোনো নির্দেশনা দিচ্ছে না, বা এরকম কোনো পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। এলজিআরডি মন্ত্রীর নামে এরকম একটি খবর ছড়িয়ে পড়ার পর মন্ত্রী বলেছেন, তাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে।

তবে ঢাকার বাইরে কর্মরত তার বিভাগের প্রকৌশলীদের পরিবারসহ অবস্থানের নির্দেশ দেয়া হচ্ছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব সা’দত হুসাইন অবশ্য বলেছেন, এমন উদ্যোগ নেয়া হলে তা বাস্তবায়নযোগ্য হবে না।

সম্প্রতি জামালপুরের জেলা প্রশাসক ওএসডি হওয়ার পর একটি সংবাদ সংস্থা এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামকে উদ্ধৃত করে একটি খবর প্রকাশ করে। এতে বলা হয়, প্রত্যেক জেলার ডিসিকে ওই জেলায় পরিবারসহ থাকতে বাধ্য করার বিষয়ে নির্দেশ দেয়া হবে। তবে এলজিআরডি মন্ত্রী চ্যানেল আইকে বলেছেন: তিনি এমন কোন কথা কোথাও বলেননি।

এলজিআরডি মন্ত্রী জানিয়েছেন, তার মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রকৌশলীসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের এটি মানতে নির্দেশ দেয়া হবে।

তবে ডিসিসহ কারো জন্যই পরিবারসহ অবস্থান বাধ্যতামূলক করার সুযোগ চাকুরি বিধিতে নেই বলে জানিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সা’দত হুসাইন। তবে পরিবার নিয়ে থাকা সাধারণ শিষ্টাচারের মধ্যেই পড়ে বলে মনে করেন সরকারের উচ্চ পর্যায়ে দীর্ঘদিন কাজ করা এই সাবেক সচিব।

জেলা-প্রশাসকতাজুল ইসলামপরিবার