ডিমেরিটের সঙ্গে ভারতের খলিলকে সতর্কবার্তা

অখেলোয়াড় সুলভ আচরণের জন্য একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ভারতের পেসার খলিল আহমেদ। ডিমেরিট পয়েন্টের সঙ্গে অফিসিয়ালভাবে তাকে সতর্কও করেছে আইসিসি।

সোমবার সিরিজের চতুর্থ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসকে আউট করে উদযাপনের সময় আইসিসির চোখে খলিলের অখেলোয়াড়ি আচরণ ধরা পড়ে। পরেও কয়েকবার মাত্রাতিরক্ত উদযাপন করেন তিনি।

আইসিসির আচরণবিধির প্রথম ধারায় অভিযুক্ত হন খলিল। ‘ভাষা ব্যবহার, আক্রমণাত্মক আচরণ এবং আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষকে প্ররোচিত করার ২.৫ ধারা’ লঙ্ঘন করেছেন তিনি।

সেজন্য মঙ্গলবার খলিলকে একটি ডিমেরিট পয়েন্ট ও সতর্কবাণীর রায় দেয় আইসিসি। ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে অপরাধ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।

ম্যাচে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন খলিল। ভারত ম্যাচ জেতে ২২৪ রানের বড় ব্যবধানে।

আইসিসিভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজলিড স্পোর্টস