ডাকসু ভিপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ডাকসুর ভিপি নুরল হক নূর’সহ বিভিন্ন সময়ে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে’র নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাবি’ ব্যানারে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির বিভিন্ন নেতাকর্মীরা। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাবি’র আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, আমরা এমন এক পরিস্থিতে এখানে কথা বলতে দাঁড়িয়েছি যখন কেউ সত্য কথা বললেই তার উপর বর্বরোচিত হামলা করা হয়। যতই হামলা মামলার ভয় দেখানো হোক না কেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাবো।

যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন শিশির বলেন, বারবার ডাকসুর ভিপির উপর হামলা করা হয়েছে।  সে যেখানেই যাচ্ছে সেখানেই হামলা করা হচ্ছে। আমাদের প্রত্যেকটা কর্মসূচি বিভিন্নভাবে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ভন্ডুল করে দিচ্ছে।

তিনি হামলাকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যখন জেগে উঠবে তখন আপনাদেরকে জনস্রোতের মুখে খড়কুটোর মতো ভেসে যেতে হবে।

সংগঠনের সমন্বয়ক আবু সাইদ বলেন, অপরাধীরা অপরাধ করছে কিন্তু তারা রাজনৈতিকভাবে আশ্রয় পেয়ে যাচ্ছে। মত প্রকাশ করতে গিয়ে যদি হামলা মামলার শিকার হতে হয়, তাহলে এটা হবে গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ।

মানববন্ধনে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মনির হোসেন বলেন, আজ নূরের উপর হামলা হয়েছে, কাল আমাদের উপর হবে।  এখনই উপযুক্ত সময এইসব হামলা প্রতিহত করার।

ডাকসুডাকসু ভিপিমানববন্ধনহামলা