ডাকসু নির্বাচন নিয়ে উপাচার্য বরাবর ৫ দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে একাডেমিক ভবনগুলোতে করাসহ পাঁচ দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট৷

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে যান জোট নেতৃবৃন্দ।

উপাচার্যের কক্ষে স্মারকলিপি দিয়ে এসে জোট নেতারা জানান, উপাচার্য তাদের বক্তব্য শুনেছেন এবং তিনি জানিয়েছেন, তিনি বিষয়টি ভেবে দেখবেন।

১১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে করা ছাড়াও প্রগতিশীল ছাত্রজোটের অন্য দাবিগুলো হচ্ছে-ক্যাম্পাস ও হলগুলোতে সব ছাত্র সংগঠনের সহাবস্থান ও স্বাধীন মতের পরিবেশ নিশ্চিত করা, গণরুম ও গেস্টরুম সংস্কৃতি উচ্ছেদ করে প্রথম বর্ষ থেকেই মেধা ও প্রয়োজনের ভিত্তিতে আসন বণ্টন, তফসিলের আগেই ডাকসু ও হল সংসদের ফি প্রদানকারী সব শিক্ষার্থীর ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার নিশ্চিত এবং শ্রেণিকক্ষে নির্বাচনী প্রচারণা ও প্রচারণায় জাতীয় নেতৃবৃন্দের অংশগ্রহণের ওপর আরোপিত বাধা বাতিল করা৷

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র হলে রাখা সংক্রান্ত এক বক্তব্যের বিষয়ে উপাচার্যকে অবহিত করেন জোট নেতারা।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লিটন নন্দী এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমরা বলেছি ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্য দিয়েছেন, সেটা স্বায়ত্তশাসনের পরিপন্থী, স্বায়ত্তশাসনের জন্য হুমকিস্বরূপ। যখন একটা দলের সাধারণ সম্পাদক একটা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের বিপরীতে গিয়ে বক্তব্য দিয়েছে, নির্বাচনের ভোটকেন্দ্র হলে হবেই। সে তো এটা বলার অধিকার রাখে না। এটি শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে। আমরা বলেছি, বিশ্ববিদ্যালয়কে অনতিবিলম্বে প্রতিবাদ লিপি পাঠাতে।’

ডাকসু নির্বাচনপ্রগতিশীল ছাত্রজোটসেমি লিডস্মারকলিপি