ঠিক থাকলে রোনালদোদের দেখবেন ২০ জুন, সালাহদের ১৭

বুন্দেসলিগা মাঠে গড়িয়ে সফলভাবে দুসপ্তাহ পার করে দেয়ার পর ইউরোপের আরও দুই জায়ান্ট লিগ খেলা শুরুর লক্ষ্য পেয়েছে। সব ঠিকঠাক থাকলে রোনালদো-দিবালাদের ইতালিয়ান সিরি আ ফের দেখা যাবে ২০ জুন থেকে, আর আগুয়েরো-সালাহদের ইংলিশ প্রিমিয়ার লিগ ১৭ জুনে।

সিরি আ মাঠে ফেরানোর অনুমতি মিলেছে বৃহস্পতিবার। চাইলে ২০ জুন লিগ মাঠে গড়াতে পারে বলে ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো বার্তা দিয়েছেন। লিগ কর্তৃপক্ষ যদিও এখনও মাঠে নামার আনুষ্ঠানিক দিন জানায়নি। গত ৯ মার্চ থেকে স্থগিত আছে খেলা।

জুভেন্টাস, ইন্টারের মতো দলগুলো এরইমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে স্বাস্থ্যবিধি মেনে। ক্লাবগুলোর ১২ রাউন্ড করে খেলা বাকি। টেবিলের শীর্ষে রোনালদো-দিবালাদের জুভেন্টাস, ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট। দুইয়ে ১ পয়েন্ট কম নিয়ে ল্যাসিও।

অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে ফেরানোর সম্ভাব্য তারিখ হিসেবে দেশটির গণমাধ্যম জানাচ্ছে ১৭ জুনকে। ইপিএল কর্তৃপক্ষও অবশ্য খেলা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

ওইদিন যদি খেলা মাঠে ফেরে, প্রথমদিনেই ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের জায়ান্ট লড়াই দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা। ইপিএল মৌসুমে এখনও ৯২ ম্যাচ বাকি। করোনাভাইরাসের কারণে গত ১৩ মার্চ থেকে স্থগিত আছে খেলা।

৩০ বছরের লিগ শিরোপা হতাশায় থাকা লিভারপুল ২৯ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে। ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ের ম্যানচেস্টার সিটির অনেক অনেক পেছনে।

ইংলিশ প্রিমিয়ার লিগজুভেন্টাসম্যানসিটিরোনালদোলিড স্পোর্টসলিভারপুলসালাহসিরি আ