ঠাকুরগাঁওয়ে কমছে গমের আবাদ, কৃষক ঝুঁকছেন ভিন্ন ফসলে

ঠাকুরগাঁওয়ে দিন দিন কমছে গমের আবাদ। বাজারে ভালো দাম না পাওয়ায় অন্য ফসল চাষে ঝুঁকছেন কৃষক।

তবে গমের ন্যায্য দাম নিশ্চিত করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

ঠাকুরগাঁওয়ে গত দু’বছরে আট হাজার হেক্টর জমিতে গম আবাদ কমেছে

কৃষকরা বলছেন, সরকার প্রতি কেজি গম ২৮ টাকা ঘোষণা করলেও সরকারি সংগ্রহ অভিযানে কৃষকরা গম দিতে পারেন না। বাজারে প্রতি কেজি গম ১৮ থেকে ২০ টাকা দরে বিক্রি করেন তারা।

আর এ কারণে চলতি বছর গম চাষ কমিয়ে বোরো ধান, ভুট্টাসহ অন্যান্য ফসল চাষ করেছেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কে এম মাউদুদুল ইসলাম জানিয়েছেন, বাজারে গমের ন্যায্য দাম ফিরিয়ে দিতে যথাযথ উদ্যোগ নেয়া হচ্ছে।

গত বছর সরকারি সংগ্রহ অভিযানে জেলায় ১৭ হাজার নয়শ’ মেট্রিক টন গম সংগ্রহ করেছিল খাদ্য বিভাগ।

আরও দেখুন ঠাকুরগাঁও থেকে এ টি এম শামসুজ্জোহার পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের ভিডিও রিপোর্টে:

গমঠাকুরগাঁও